অনুষ্টানেরনাম :সফলনারী
উপস্থাপনায়ছিলেন :রাত্রী
ছবিতেআছেন :নিশি
ছবিতুলেছেন :রাত্রী
তারিখ : ১০.৪.১৬
আজকের সফল নারী হচ্ছেন আইনুর নাহার, তিনি আমাদেরকে জানিয়েছেন তার স্বামির কাজের পাশাপাশি তিনি বাড়িতে হাস মুরগী লালন পালন করে স্বামিকে সাহায্য করে থাকেন,স্বামির আয়ের পাশা পাশি তিনি মেয়েদের লেখাপড়ার খরচ চালিয়ে থাকেন ।বাসায় বসে নকশি কাথা এবং শেলাইমেশিনে কাজ করে থাকে।এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই কাজ করে তিনি অনেক ভাল আছেন তার পরিবারে কোন অভাব নেই এখন,তিনি আমাদেরকে আরো জানিয়েছেন এ সকল কাজের ফাকে ফাকে সে বিভিন্ন রকমের সাজের পিঠা তৈরি করে থাকেন আর সেগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা আয় করে থাকেন,সব শেষে তিনি অনেক ভাল আছেন এখন।
১০ই এপ্রিল ২০১৬ প্রচারীতহল অনুষ্ঠান “সফলনারী”

Recent Comments