অনুষ্ঠানের নাম :আজকের শিশু
অনুষ্ঠান প্রচারের সময় : ৪-৩-১৬
ছবিতে আছে :চম্পা
ছবি তুলেছে : আশা
উপস্থাপনায় আছে : জেসমিন
শব্দ শম্পদনায় : জেসমিন
আশা সবার মনেই থাকে ,কিন্তু সে আশা পূরন করতে কয়জন পারে । আমাদের সমাজে অনেক দারীদ্র লোকের বসবাস ,, আর তারা পারেনা শিক্ষার আলোয় আলোকিত হতে,,পারে না তাদের ছেলেমেয়েদের শিক্ষীত করতে । সংসারের অভাব মেটানোর জন্য ছোট বেলা থেকেই ছেলেমেয়েদের অন্যের বাড়িতে কাজ করতে পাঠায় বাবা মা । আবার অনেকেই দেখা যায় ছোট বেলা থেকেই চায়ের দোকান ,, রাজ মিস্থির কাজ সহ বিভিন্ন ওর্য়াকসব ও কলকারখানায় কাজ করে । কি স্বপ্ন তাদের মনে ? সে কথা কেউ জানি না বা জানার চেষ্ঠাও করি না ,,,সে সকল শিশুদের কথা তুলে ধরতে আমাদের রেডিও মেঘনার বিশেষ আয়োজন আজকের শিশু…. এ অনুষ্ঠানটি শুনতে পাবেন শুক্রবার সকাল ১০ বেজে ৩৫ মিনিটে । প্রিয় শ্রোতা শুনছেন রেডিও মেঘনা ৯৯.০ এফ এম এবং ওয়েব সাইডে আমাদের অনুষ্ঠান লগিং করুন www.radiomaghna.net.
আমরা কথা বলেছিলাম ছো ছেলে সিয়ামের সাথে । সংসারের অভাবে ছোট বেলা থেকেই অন্যে দোকানে কাজ করে ছিয়াম । সিয়ামের বাবা নেই ,,, নদীতে মাছ ধরতে গিয়ে মারা যায়…. ইচ্ছা আছে কিন্তু সংসারের অভাবের কারনে পড়তে পারে না ছিয়াম ।
Recent Comments