নাগা বা বোম্বাই মরিচ শীত ও গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা হয়। ইচ্ছা ও একটু চেষ্টা করলেই পতিত বা অন্যান্য জমিতে চাষ করতে পারেন বোম্বাই মরিচ।
চক বাজার এলাকার কৃষক মোঃ আবদুর রহিম (৩১)। ছোট বেলা থেকেই কৃষি কাজের সাথে জড়িত। প্রথম তিনি ৮ শতাংশ জমিতে কৃষি কাজ শুরু করেন। এখন তার ফসলি জমির পরিমাণ আগের চেয়ে কয়েক গুন বেশি। অন্যান্য সবজি চাষের পাশাপাশি গত চার মাস আগে ২৪০ শতাংশ জমিতে প্রায় পঞ্চাশ হাজার টাকা ব্যয় করে বোম্বাই মরিচের চাষ করেছেন। শুরুতেই শশার চাষ করে পরবর্তিতে সেই জমিতে মরিচের গাছ রোপণ করেন। এতে তেমন বেশি সার প্রেয়োগ করতে হয়নি। এখন মাঝে মধ্যে কিছু ঔষধ প্রয়োগ করতে হয়। গত দুই মাসে তিনি দুই লাখ টাকার মরিচ বিক্রি করেছেন। তিনি আরও জানান, গত বছর এক একর জমিতে বোম্বাই মরিচ চাষ করেছি। তখন আট মাসে প্রায় ছয় লাখ টাকার মরিচ বিক্রি করেছি এবং নিজেরাই বীজ সংগ্রহ করে রেখেছি। এবছর সেই বীজ থেকে চারা গাছ ঊৎপাদন করে দুই একর জমিতে রোপন করে বাকি চারা গাছ বিশ টাকা করে প্রায় এক লাখ টাকা বিক্রি করেছি। এখন প্রতিদিন চার থেকে পাঁচ মন মরিচ বিক্রি করি। এখনো ছয় থেকে সাত মাস ধরে কম-বেশি মরিচ বিক্রি করতে পারবো। আগামি বছর এই মরিচের চাষ আরও বাড়ানোর আশা করি।
রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “কৃষি ও কৃষক”। প্রচারিত হয় প্রতি বুধবার বিকেল ৫:৪০ মিনিটে।
প্রযোজনায়: তাসপিয়া
উপস্থাপনায়: ফারিয়া ইসলাম।
Recent Comments