ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়ার রুমা বেগম (২৫) ডোবা জমিতে বস্তা পদ্ধতিতে লাউ চাষ করেছেন। পর্যাপ্ত খালি জায়গা থাকলেও আর্থিক অভাব এবং চাষ পদ্ধতি না জানার কারণে একসময় শুধু সংসারের কাজেই সীমাবন্ধ থাকতেন। পরবর্তীতে কোস্ট ট্রাস্ট সিজেআরএফ প্রকল্পের আওয়াতায় ডোবা ও খালি জায়গায় বস্তা পদ্ধতিতে চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। রুমা বেগম বলেন, মনপুরা দ্বীপাঞ্চল ও নদী অববাহিকায় হওয়ায় এলকার প্রায় সব এলাকায় জলাবদ্ধতা থাকে। ফলে শাক-সবজি উৎপাদন বা চাষ করতে পারতেন না এখানকার মানুষজন। এরপর কোস্ট ট্রাস্ট সিজেআরএফ প্রকল্পের আওয়াতায় তাকে ২৫টি বস্তায় লাউ চারা, বট (দড়ি), ঘেরার জন্য জাল ও শ্রমিক খরচ দেওয়া হয়েছে। তারপর এই পদ্ধতিতে চাষ করে লাউ শাক, ডাটা ও লাউ আশে পাশের লোকজননের কাছে বিক্রি করে লাভবান হচ্ছেন। মনপুরা ঘুরে দেখা যায়, তার এই সফলতা দেখে এখানকার অনেক নারীই এখন বস্তা পদ্ধতিতে লাউসহ অন্যান্য সবজির চাষ করেছেন। প্রতিবেদনে মৌসুমী মনীষা।
Recent Comments