চরফ্যাসন পৌরসভার বাসিন্দা শারমিন বেগম (২৫বছর) নিয়মিত রেডিও মেঘনা শোনেন। সন্তান সম্ভবা শারমিন গর্ভধারণের ছয় মাস চলে। কাজের মাঝে দুবেলা নিয়োমিত রেডিও শুনেন, গর্ভকালীন মায়ের যত্ন বিষয়ক অনুষ্ঠান, নাটিকাসহ সকল তথ্য শুনে থাকেন তিনি। গর্ভাবস্থায় কোন ধরনের খাবার খাওয়া উচিত, কখন খাওয়া উচিত এবং কোন কোন কাজ করা উচিত না এই সব বিষয় জেনে উপকৃত হচ্ছে বলেন জানাান তিনি। এছাড়াও তার ৫বছরের একটি ছেলে সন্তান রয়েছে। শিশুদের কিভাবে পুষ্টিসহ নানান বিষয়ে যত্ন নিতে হয় সেই বিষয়ও শুনে থাকেন রেডিও মেঘনা থেকে। তার সাক্ষাৎকার গ্রহণকালে তিনি এধরণের অনুষ্ঠান নিয়মিত প্রচারের জন্য বলেন এবং রেডিও মেঘনাকে ধন্যবাদ জানান তিনি।
Recent Comments