চিনাবাদাম বিশ্বের অন্যতম প্রধান তৈলবীজ ফসল। বাংলাদেশে চীনাবাদাম বৃহত্তম জনগোষ্ঠীর খাদ্য তালিকায় উদ্ভিদ উৎস থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ আমিষ সমৃদ্ধ খাদ্য উপাদান। বর্তমানে বাংলাদেশে যা চীনাবাদাম উৎপাদিত হয় তা চাহিদার এক-তৃতীয়াংশ মাত্র। চিনা বাদামের চাষ করেছেন, দক্ষিন মাদ্রাজ এওয়াজপূর ৯ নং ওয়ার্ডের কৃষক হেল্লাল উদ্দিন (৬২)। সে প্রায় ১৫ বছর ধরে কৃষি কাজ করেন। আর চিনা বাদামের চাষ করেন গত তিন বছর ধরে। অন্যান্য বছর লাভবান হওয়ায় এবছর ও প্রায় ৩২ শতাংশ জমিতে চিনা বাদামের চাষ করেছেন। শুরুতে জমিতে তিনটি চাষ দিয়ে, এর পর সার দিয়ে মই দিয়েছেন। পৌষমাসে বাদাম রোপন করেছেন। রোপনের পরে ফসল আসতে তিন থেকে চার মাস সময় লাগবে। মাত্রই গাছে ফুল এসেছে, বাদাম গাছের পরিস্থিতি মোটামুটি ভালো তাই তিনি বলেন যে ফলন আশানুরুপ ভালোই হবে।
কৃষি বিষযক রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান কৃষি ও কৃষক। অনুষ্ঠানটি প্রচারিত হয় বুধবার বিকেল ০৫:৪০ মিনিটে, রেডিও মেঘনা ৯৯.০ এফএম এ। অনুষ্ঠানটির সম্পাদনায় জেসমিন, উপস্থাপনায় ফারিহা ইসলাম।
Recent Comments