‘মা-বাবা’ ছোট্ট একটি শব্দ। এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর, নিঃস্বার্থ ভালোবাসার। চাওয়া-পাওয়ার এই পৃথিবীতে বাবা-মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। মা বাবার মতো এমন মধুর শব্দ দ্বিতীয়টি আর নেই। রসুলপুর ৯ নং ওয়ার্ডে বসবাসকারী বেলায়াত হোসেন (৪০), বাবা হিসেবে তার মনেও ছেলে মেয়েদের নিয়ে অনেক আশা। তিনি নিজে পড়াশোনা করেননি এখন বুঝতে পারেন যে পড়াশোনার গুরুত্ব কত, তাই দুই ছেলে মেয়ে কে পড়াশোনা শেষে চাকরি করার আশা ।
চরফ্যাশন আলীগাও এলাকার ময়ফুল বেগম (৪০) সন্তানকে নিয়ে যে স্বপ্ন ছিলো সে স্বপ্ন পূরণ হয়েছে। তিন সন্তানের মধ্য বড় ছেলে পড়াশোনা করে চাকরি করেন আর বর মেয়ের পড়াশোনা শেষে বিয়ে দিয়েছেন। ছোট্ট মেয়ের পড়াশোনা শেষ করে একজন স্কুল শিক্ষীকা করার আশা করেন।
প্রচারিত হয় রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “মা বাবার স্বপ্ন”। শুনুন প্রতি সোমবার বিকাল ৫:৪০ মিনিটে। শুধু মাত্র ৯৯.০ এফএম এ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ফাতেমা জাহান, সম্পাদনায় জেসমিন।
Recent Comments