সরিষা একটি ভোজ্য তেল জাতীয় ফসল। স্বল্প খরচ ও শ্রমে অধিক ফলন বেশি হওয়ায় সরিষা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
রমাগঞ্জ ৩নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় সরিষা চাষ করে এখন ফসল সংরক্ষন করছেন অনেক কৃষাণ কৃষাণীরা। এবছর আবহাওয়া ভালো থাকায় মোটামুটি ভালই ফসল হয়েছে। প্রায় তনি মাস আগে সরিষার বীজ বপন করা হয়। এখন ফসল পরিপক্ক হওয়ায় মাঠ থেকে সংগ্রহ করছেন। তেমন কোনো কীটনাশকের ব্যবহারের প্রয়োজন না হওয়ায় লাভবান হবেন বলে আশা করেন আবুল হোসেন হাওলাদার (৫৩)।
এদিকে এবারই প্রথম সরিষার চাষ করেছেন কৃষানী ফাতেমা বেগম (৩৫)। মাঠ থেকে ফসল সংগ্রহ করে বিক্রি করেছেন। ২৪ শতাংশ জমিতে সরিষার চাষ করতে প্রায় নয় হাজার টাকা ব্যয় হয়। ফসল বিক্রি করেছের তেরো হাজার তিনশত টাকার।
এছাড়াও কৃষক মোঃ আজিজুল হক (৬০) দীর্ঘদিন ধরেই সরিষার চাষ করেন। এবছর মাত্রই ফসল মাঠ থেকে তুলেছেন। এখন গাছ থেকে সরিষা সংগ্রহের কাজ করছেন। অন্যান্য বছর নিজেরা বীজ সংরক্ষন করে চাষ করলেও এবার ভিন্ন জাতেন সরিষা চাষ করেছেন। ফসল ভালোই উৎপন্ন হয়েছে। বাজার দর ভালো থাকলে বেশ লাভবান হওয়ার আশা করেন।
কৃষি বিষয়ক রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “কৃষি ও কৃষক”। অনুষ্ঠানটি প্রচারিত হয় সপ্তাহের প্রতি বুধবার বিকেল ০৫:৪০ মিনিটে। শুধুমাত্র রেডিও মেঘনা ৯৯.০ এফএফ এ।
উপস্থাপনায় ফারিহা ইসলাম
প্রযােজনায়: সুরভী।