স্বপ্ন মানুষকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগালেও কখনো কখনো পরিকল্পনা অনুযায়ী স্বপ্ন পূরণ হয় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় ভিন্নতা।
স্বপ্ন পূরণের এই পার্থক্য ঘটে পূর্ব হালিমাবাদ ৬নং ওয়ার্ডের গৃহিনী কুলছুমের (২৮) বেলায়। ছোট বেলায় তিনি টেইলার্সের কাজ শিখতে চেয়েছেন। চেষ্টাও করেছিলেন শেখার জন্য কিন্তু পারেনি। তিনি ভেবেছিলেন এই স্বপ্ন তার অপূর্ণ থেকে যাবে। এর মধ্যে কিছু বছর কেটে যায়। বিয়ের পর আবারও চেষ্টা করেছিলেন নিজের কৈশরে দেখা স্বপ্নকে বাস্তবে রুপ দিতে। গত ৬ বছর আগে কাজ পুরোপুরি শেখার পর ৫ বছর আগে সেলাই মেশিন কিনেন। ধীরে ধীরে নিজেদের ও অন্যদের অর্ডারের পোশাক সেলাই করেন। এখন এই কাজের পরিমাণ অনেক বেড়েছে। তার সেলাই কাজ ভালো হওয়ায় মানুষ পোশাক সেলাই ও কাজ শিখতে আসে আগ্রহ নিয়ে আসে। এই কাজের আয় দিয়ে তিনি বিভিন্ন ধরনের আসবাপত্র দিয়ে ঘর সাজানো ও সন্তানের পড়া-লেখার পেছনে ব্যয় করেন।
সফলতার গল্প নিয়ে সাজানো রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘সফল নারী’। শুনুন প্রতি বৃহস্পতিবার সকাল ৯:২৫ মিনিটে। শুধুমাত্র ৯৯.০ এফএম এ, আমাদের সাথেই থাকুন।
উপস্থাপনায়: ফারিহা ইসলাম
প্রযোজনা: তাসপিয়া।
Recent Comments