চরফ্যাসন উপজেলার ৬৩ নং আয়শাবাগ সরকারি প্রাথমিক/জুনিয়র পাইলট প্রকল্ল বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাল্যবিয়ে ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ৫০ জন শিক্ষার্থী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত (৩০ ডিসেম্বর ২০২৪) রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার মৌসুমী রানী দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ছালাহউদ্দিন। এসময় সহকারী শ্রোতা ফিডব্যাক ফাতেমা জাহানের সার্বিক সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।
রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার মৌসুমী রানী দাস বাল্যবিয়ের কুফল, নারী নির্যাতন, কিশোরদের মাদক সেবনের কুফল, জেন্ডার ভিক্তিক সহিংসতা নিয়ে আলোচনা করেন। বাল্য বিয়ে কেবল একটি মেয়ের জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, এটি পুরো সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন হতে হবে এবং নিজেদের পাশাপাশি পরিবার ও আশেপাশের মানুষকেও সচেতন করতে হবে।
সহকারী শিক্ষক মো. ছালাহউদ্দিন বলেন, প্রথমে কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়নে স্কুল ও কলেজ পর্যায়ে জলবায়ু ন্যার্যতা ও জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ক সভা করার জন্য রেডিও মেঘনাকে ধন্যবাদ জানিয়ে মাদক সেবনের ক্ষতিকর দিক ও বাল্যবিয়ের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য শিক্ষার্থীদের অঙ্গীকার বন্ধ হওয়ার নির্দেশ দেন।
এসময় শিক্ষার্থীরা সভার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার একটি নতুন মাত্রা সৃষ্টি হয়েছে বলে জানান।
Recent Comments