বাড়ির আঙিনা ও বাড়ির পাশের পরিত্যক্ত জায়গায় সবজি চাষ করে মেটানো যায় পারিবারিক পুষ্টির চাহিদা আর এজন্য প্রয়োজন ইচ্ছে ও উদ্যোগ। উত্তর আইচা ৫ নং ওয়ার্ড এলাকার অনেক গৃহস্থ বাড়ির আঙিনায় সবজি চাষ করে নিজের সংসারের পৃষ্টির চাহিদা মেটান। পুঁইশাক, চিচিঙ্গা, মরিচ, কাঠ কঁচু, ঢেঁরস, ধনে পাতা, রেখা, চাল কুমড়া চাষ করে সংসারে সবজির চাহিদা পূরণ করেন বিবি কুলসুম। চার মেয়েকে নিয়েই তার সংসার। স্বামীর সল্প আয় দিয়ে মেয়েদের লেখাপড়া, পরিবারের খরচ চালিয়ে মোটামুটি ভালোই আছেন বিবি কুলসুম। নিজের চিন্তা থেকেই বাড়ির পাশে সবজি চাষ করেন তিনি। তিনি মনে করেন, বাড়ির পাশে যে খালি জায়গা পরে আছে তাতে যদি শাক-সবজির চাষ করা হয় তাহলে বাজার থেকে টাকা দিয়ে যে সবজি কেনা হয় সে টাকাগুলো বেচেঁ যাবে এবং তা অন্য কাজে খরচ করা যাবে। এ থেকে এক দিকে যেমন পরিবারের আর্থিক খরচ কমে অন্য দিকে সন্তানদের পুষ্টির চাহিদা মেটানো সম্ভব হয়। ছোট মেয়ে যখন গর্ভে ছিলো তখন নিজের চাষ করা শাক-সবজি খেয়েছেন বলে জানান বিবি কুলসুম। এ কাজে তার শাশুড়ি তাকে সাহায্য করে বলে জানান।
রেডিও মেঘনার কৃষি ভিত্তিক সাপ্তাহিক আয়োজন “কৃষি ও কৃষক” অনুষ্ঠানটি প্রচারিত হয় বুধবার বিকেল ৫: ৪০ মিনিটে।
Recent Comments