অমর একুশে ফেব্রুয়ারি আজ। প্রতিটি বাঙালির শোক ও গৌরবের দিন। এই দিনটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়।
আজ ২১ শে ফেব্রুয়ারী (সোমবার) কোস্ট ফাউন্ডেশন অফিস কার্যালয় থেকে ভোর ৬ টা ৩০ মিনিটে বর্ণঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারে কৃতজ্ঞচিত্তে ভাষা শহীদদের স্মরণ করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কোস্ট ফাউন্ডেশন ও রেডিও মেঘনার কর্মীরা। পরে অফিস কার্যালয়ে এসে মতবিনিময় সভা করা হয়।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত ঢেলে বাংলা ভাষার মর্যাদা রক্ষার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় চিরঅম্লান হয়ে আছেন তারা। বাঙালি আজ শ্রদ্ধাভরে স্মারণ করছে তাদের। আর্থ- সামাজিক উন্নয়নে ভাষার ভূমিকা অপরিসীম । এই দিবসটি বিশ্ববাসীর কাছে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরার পাশপাশি উপজেলা জুড়ে নানান কর্মসুচী গ্রহন করেছেন।
করোনা মহামারির কারণে গতবারের মতো এবারও শহিদ মিনারে প্রবেশের ক্ষেত্রে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হয়েছে।

প্রতিবেদনে সুরভী
রেডিও মেঘনা, চরফ্যাসন।