সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে দৈনিক যুগান্তরের ২৪তম বছরে পদার্পণ উপলক্ষে চরফ্যাসন উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ বৃস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের অফির্সাস ক্লাব হল রুমে নানা কর্মসূচি ও সুধী সমাবেশ করার সাথে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
এই সুধী সমাবেশ পরিচালনায় দৈনিক যুগান্তরের চরফ্যাসন উপজেলা প্রতিনিধি মোঃ আমির হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চরফ্যাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন আখন্দ। পৌরসভা ৪ নং ওর্য়াডে কাউন্সেলর আক্তারুল আলম সামু এবং চরফ্যাসন কোস্ট ফাউন্ডেশন এর সহকারী পরিচালক ও রেডিও মেঘনার স্টেশন ম্যানেজার রাশিদা বেগমসহ বিভিন্ন প্রত্রিকার সাংবাদিক কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যুগান্তর একটি জনপ্রিয় পত্রিকা হিসেবে পাঠকের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। বস্তুনিষ্ঠ ও অপোসহীন সংবাদ পরিবেশনে যুগান্তর শীর্ষ পর্যায়ের। সততা নিষ্ঠার সাথে দীর্ঘ ২৩ বছর কাটিয়ে ২৪ বছরের পর্দাপণ করেছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন বক্তারা।
অতীতের মত ভবিষ্যতেও উপকূলের মানুষের দুঃখ-দুর্দশা ও সাফল্য-সম্ভাবনাসহ সকল বিষয় উঠে আসুক পাঠকপ্রিয় যুগান্তরে।
অধরা ইসলাম ও মৌসুমী মনীষা
রেডিও মেঘনা-চরফ্যাসন।
Recent Comments