দেশের শতকরা ৮৬ ভাগ মানুষ গ্রামে বাস করে। আর তার মধ্যেই গ্রামের নারীরা সংসারের পাশাপাশি নানা রকম উন্নয়ন মূলক কাজে জড়িত থাকেন। তারা মূলত নিজেরা আয় করে সেই অর্থ সংসার এবং সন্তানের ভবিষ্যতের জন্য সংগ্রহ করতে আগ্রহী থাকেন সর্বদা। এইজন্যই গ্রামীণ নারীদের কাজের প্রতি আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত। এমনই একজন নারী আবদুল্লাহপুর দক্ষিনশীবা এলাকার মাহিনুর বেগম (৩৫)। প্রথমে ১টা গরু অল্প কিছু হাঁস-মুরগী দিয়ে লালন-পালনের কাজ শুরু করেন। এভাবে ধীরে ধীরে বাড়তে থাকে বর্তমানে তার ৫টা গরু, ২০টা মুরগী ও ১৬টা হাঁস রয়েছে। শুরু থেকে তার সংসারে ছিলো নানা রকম সমস্যা। কারণ তখন তার স্বামী কোন কাজ করতেন না সংসারে ছিলো অনেক খরচ। তারপর তার স্বামী কৃষি কাজে নিয়জিত হন পাশাপাশি মাহিনুর বেগম সংসারের কাজ শেষে অন্য কাজ করেন। বর্তমানে তার সংসারের অবস্থা উন্নতি হলেও মাহিনুর বেগম তার সন্তানদের ভবিষ্যতের জন্য নিজে গরু, হাঁস-মুরগী লালন পালন করছেন। আর সেই ইনকামের টাকা তিনি তার ছেলে মেয়ে ও সংসারের পেছনে খরচ করছেন।তার থেকে কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখেন। এভাবে এখন তার ইনকামের মোট ৩০ হাজার টাকা জমা করেছেন। হাঁস ও গরু ছাগল পালন করেই সংসারের সফলতা ফিরিয়ে আনেন। ভবিষ্যতে বড় একটি গরুর খামার দেওয়ার স্বপ্ন তার।
নারীদের সংগ্রামী জীবন এবং উদ্যোগী হওয়ার গল্প নিয়ে প্রচারিত হয়, রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “সফল নারী”। শুনুন প্রতি বৃহস্পতিবার সকাল ৯:২৫ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনায় অধরা ইসলাম।
সম্পাদনায় জেসমিন।