নারী আজ নিজ প্রচেষ্টাতেই উন্নত। নারীরা বেশিরভাগ সময় ব্যয় করেন সংসারের পাশাপাশি নানা রকম কাজে। দিনের পর দিন আয়-বৃদ্ধিমূলক কাজের প্রতি বাড়ছে নারীদের আগ্রহ। এমনই একজন নারী, চর-ফকিরা এলাকার রেসমা বেগম (২৫)। তার পরিবারের স্বামী জেলে কাজ করেন। প্রথমে ১টি গরু ও অল্প কিছু হাঁস-মুরগী পালন শুরু করেন। বর্তমানে তার ৬টি গরু, ৬টি ছাগল এবং কিছু মুরগী রয়েছে। শুরু থেকে তার সংসারে ছিলো নানা রকম অভাব-অনাটন। তাই সংসারে খরচ চালাতে নানা রকম সমস্যায় পরতে হতো। পরে সংসারের আয় বাড়ানোর জন্য তার স্বামী নদীতে পাঠান । বর্তমানে তার সংসারের অবস্থ্যা উন্নতি হলেও রেশমা বেগম তার সন্তানদের ভবিষ্যতের জন্য নিজে গরু-ছাগল, হাঁস-মুরগী লালন-পালন করেন। তার আয়ের টাকা এখন খরচ করেন সংসারের নানান কাজে। এছাড়া ৫০ হাজার টাকা করে ২টি গরু ১ লক্ষ টাকা বিক্রি করে হাঁস ও গরু-ছাগল পালন ধীরে ধীরে সংসারের সফলতা ফিরিয়ে আনেন। ভবিষ্যতে বড় একটি গরুর খামার দেওয়ার স্বপ্ন তার।
নারীদের সংগ্রামী জীবন এবং উদ্যোগী হওয়ার গল্প নিয়ে প্রচারিত হয়, রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “সফল নারী”। শুনুন প্রতি বৃহস্পতিবার সকাল ৯:২৫ মিনিটে। শুধু মাত্র ৯৯.০ এফএম এ।
উপস্থাপনায়: অধরা ইসলাম।
প্রযোজনায়: তাসপিয়া
Recent Comments