অনেকে মনে করেন যে, সুবিধা বঞ্চিত শিশু পরিবার ও সমাজের বোঝা। কিন্তু তাদেরও রয়েছে আদর ভালোবাসা পাওয়ার অধিকার। প্রতিবন্ধীকতা সমাজের কোন বাধা নয়, যত্ন পেলে তারাও ভালোভাবে বাচঁতে পারে। আবদুল্লাপুর ৬ নং ওয়ার্ডের তিন সন্তানের জননী আয়েশা বেগম (২৫)। তিন সন্তানদের মাঝে ছোট ছেলে প্রতিবন্ধী। ছেলের তিন বছর কিন্তু এখনো হাটতে পারে না, কথা বলতে পারে না এমন কী ভালোভাবে বসতে পারেন না। জন্মগ্রহন করার তিন মাস পড় থেকে মা বুঝতে পারেন যে, তার ছেলে স্বাভাবিক নয়। আর্থিক টানাপোড়ার কারণে ডাক্তার দেখাতে পারেননি। বাবা জেলে কাজ করে সংসার চলান। বাকি দুই ছেলে-মেয়েকে পড়াশুনা করানোর আশা করেন আয়েশা বেগম। পারাপ্রতিবেশির কাছে অনেক কথা শুনতে হয় প্রতিবন্ধী ছেলেকে নিয়ে কিন্তু এতে মা আয়েশা কিছুই মনে করেন না কারণ তিনি মা। সন্তান যেমনই হোক একজন মায়ের কাছে সে আদরের।
রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “ধীমান” শুনুন প্রতি শুক্রবার সকাল ৯:২৫ মিনিটে। শুধু মাত্র ৯৯.০ এফএম এ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ফাতেমা জাহান।
সম্পাদনায় জেসমিন।
Recent Comments