আবুবকরপূর ১নং ওয়ার্ডের কৃষক আলী আহমেদ (৯০) জানান, কৃষি কাজই তার কর্ম জীবনের শুরু। আর তার কৃষি কাজের শুরুটাই হয় মিষ্টি আলুর চাষ দিয়ে। প্রতি বছরী চাষ করেন মিষ্টি আলুর। প্রতি বছর আলু চাষে লাভ হওয়ায়, এবছরও ৭২ শতাংশ জমিতে আলুর চাষ করেন আলী আহমেদ ।
আলী আহমেদ যখন বাসায় থাকেন না, অসুস্থ থাকেন বা অন্যের কাজ করেন তখন স্ত্রী কহিনূর বেগম (৬০), তাকে সাহায্য করেন বিভিন্ন কাজে (যেমন, আলুর গাছ কাটা, রোপন করা, আগাছা দমন করা, নিরানী দেওয়া, এবং ফসল তোলা ইত্যাদি)। অন্যান্য বছর আলুর চাষ করে প্রায় দ্বিগুন লাভবান হয়েছেন। এবারও আলু চাষে সফল হবে, এমনটাই আশা আলী আহমেদ এবং কহিনূর বেগমের।
কৃষি বিষয়ক রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “কৃষি ও কৃষক”। শুনুন, রেডিও মেঘনা ৯৯,০ এফএম এ। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বিকেল ০৫:৪০ মিনিটে। অনুষ্ঠানটির উপস্থাপনায় ফারিহা ইসলাম, সম্পাদনায় জেসমিন।