২০ মে থেকে গভীর সমুদ্রে চলছে ৬৫ দিনে অবরোধ। তবে মৎস্যজীবী নদীতে মাছ ধরতে পারবেন। সেই নিয়মিত মেনে চলার চেষ্টা করছেন, দুলার হাট ইউনিয়োনের বৌ বাজার এলাকার মৎস্যজীবীরা।
বৌ বাজার এলাকার রিয়াজ মাঝি (২৮) জানান, অবরোধ মেনে সাগরে না গিয়ে নদীতেই মাছ ধরি। প্রতি দিন ছয়শত থেকে একহাজার টাকার মাছ বিক্রি করেন। জেলে কার্ড না থাকায় সরকারি কোন সাহায্য পান না তিনি। নদী আয় দিয়েই কোন মতে চলে চার জনের সংসার। কারন মাছ শিকার ছাড়ার আর কোন কাজ তিনি শিখেননি।
পাঁচ জনের সদস্য নিয়ে একই এলাকায় মো: হাবিব মাঝির(৩০) বসবাস করেন। বাবা, ছেলে দুজন মিলে আয় করে সংসার চালাচ্ছেন। শুধুমাত্র মাছ পাওয়ার উপর নির্ভর করে তাদের সংসার ভালো চলবে নাকি মন্দ। তাদের নিজেস্ব বোট রয়েছে, যেখানে মোট নয় জন কাজ করেন। যখন যা আয় হয় তা থেকে খরচ বাদ দিয়ে বাকি টাকা সবাই ভাগ করে নেন। তবে নদীতে মাছ কম পেলে বা অবরোধ দিলে কিছুটা কৃষি কাজ করে সংসার চালানোর চেষ্টা করেন।
মৎস্যজীবীদের নিয়ে রেডিও মেঘনার পাক্ষিক অনুষ্ঠান “জেলেজীবন ও প্রাকৃতিক দূযোর্গ”। শুনুন সপ্তাহের প্রতি বৃহস্পতিবার। শুধু মাত্র রেডিও মেঘনা ৯৯.০ এফএমে।
সাক্ষাৎকারে: তাসাপিয়া, শব্দ সম্পাদনায়: লাবনী, প্রযোজনায়: মৌসুমী মনীষা।