সর্বগ্রাসী জেনেও সমুদ্রের বুকে জীবন ও জীবিকার সন্ধানে ছুটে চলে মৎসজীবীরা। সমুদ্রের জীবন সংগ্রাম অনেক বেশি ঝুঁকির, অনেক বেশি কষ্টের, অনেক বেশি দুঃসহনীয় হলেও এ লড়াই চলে আসছে চরফ্যাশন জাহানপুর আট কপাট নদীর তীর ঘেঁষে বাস করা পরিবারগুলোর । যখন গভীর সমুদ্রে যায় মাছ ধরতে তখন প্রায় ৮ থেকে ৯ দিন ফেরা হয় না বাড়িতে, কোন রকম যোগাযোগ রাখা হয় না পরিবারের লোকজনের সাথে। আট কপাট এলাকায় প্রায় দুই হাজার জেলের বসবাস, এরা সবাই মৎসজীবী। নদীতে মাছ ধরার পাশাপাশি কৃষি কাজের সাথে জড়িত অনেকে। সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন সময় বিকল্প কাজ হিসেবে কৃষি কাজকে বেঁছে নেন। নদীতে ইলিশ মাছের পাশাপাশি অন্যান্য মাছও পাওয়া যায়, তবে ইলিশ মাছ ধরাটাই এখানকার মৎসজীবীদের প্রধান লক্ষ্য। মাছ বেশি পেলে বাজারে বিক্রি করেও নিজেদের পরিবারের জন্য বাড়িতে মাছ নিয়ে যায় অনেকে। মোহম্মদ রুবেল এবং সাইফুল ইসলাম ভুট্রু বলেন, নিজেরা জেলে পেশার সাথে জড়িত হলেও তাদের সন্তানদের পড়াশোনা করাতে চান। তাদের স্বপ্ন সন্তান লেখাপড়া করে ভালো চাকরি করলে বৃদ্ধ বয়সে তাদের দেখাশোনা করবে।
মৎসজীবীদের জীবন প্রকৃতি নিয়ে সাজানো রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “জেলে জীবন ও প্রাকৃতিক দূযোর্গ”। অনুষ্ঠানটি শুনুন প্রতি বৃহস্পতিবার বিকেল ৫:৪০।
অনুষ্ঠানটি প্রযোজনা ও উপস্থাপনায় জেসমিন।
Recent Comments