আজ ১৮ আগস্ট বুধবার দুপুর ২ঘটিকায় রেডিও মেঘনার স্টুডিও পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল নোমান। এই সময় উপস্থিত ছিলেন, চরফ্যাসন উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আনিসুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশিদা বেগমসহ রেডিও মেঘনার সকল কলা-কুশলিবৃন্দ। পরিদর্শন কালে রেডিও মেঘনার যন্ত্রপাতি পরিক্ষান্তে সচল এবং রেডিও সিডিউল অনুযায়ী সম্প্রচার করায়, রেডিও মেঘনার কর্মীদের অভিনন্দন জানান। উপকূলীয় এলাকা চরফ্যাসনের মানুষের মাঝে যেভাবে রেডিও মেঘনা’ মৎস্যজীবি জেলে, কৃষক, কিশোর-কিশোরী, বাল্য বিয়ে, বিশেষ করে দুর্যোগ ও করোনাকালী সময়ে যে ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসার দাবিদার। সাফল্যের এই অগ্রযাত্রায় চরফ্যাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রেডিও মেঘনার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।