শিক্ষক বাতায়নে ক্যাটাগড়িতে দেশসেরা নারী শিক্ষক নির্বাচিত হয়েছেন তথ্যপ্রযুক্তি খাতে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য তাসলিমা বেগম। বর্তমানে আছেন চরফ্যাসন সরকারি টি-ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের সহ: প্রধান শিক্ষক হিসেবে। সফলতার এই পথে বাধাঁ আসে স্কুল জীবন থেকেই, তারপরও থেমে নেই এগিয়ে যাওয়ার লড়াইয়ে। ছোট থেকেই স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার আর সেই স্বপ্ন পূরণ করে আজ তিনি দেশ সেরা শিক্ষকের তালিকায়। ভালো কাজ করার ইচ্ছে তার সবসময়। কিন্তু ভালো কিছু করতে চাইলে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করেন অনেকেই, ঠিক সেই সময় পরিবারের সার্পোট তাকে আরও দুই ধাপ এগিয়ে নিয়ে যান। তিনি বলেন তীব্র ইচ্ছা শক্তি থাকলে মানুষ যে কোনো অবস্থান থেকেও লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চেষ্টা করে এবং সফলও হতে পারে। সফলতার কোনো নির্দিষ্ট মাপ কাঠি নেই। নিজের অবস্থান থেকে সামনে এগিয়ে যাওয়াই হল সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া।
কোভিড-১৯ চলাকালীন সময়ে অনলাইনে ক্লাস নিয়েছেন তিনি। চেষ্টা করেছেন ছাত্রছাত্রীর জন্য এবং স্কুলের জন্য কিছু করতে। আজকের এই অবস্থানে আসার পেছনে অনেক ত্যাগ, শ্রম এবং ভালোবাসা মিশ্রিত চেষ্টা ছিল। এমনিই গল্প শুনছিলাম তাসলিমা আপার কাছ থেকে। তিনি আরও বলেন নারীদের অনেক সময়ই সুযোগ দেওয়া হয়না, নারী যদি সুযোগ পায় তাহলে প্রতিষ্ঠিত হয়ে দেখাতে পারেন।
রেডিও মেঘনার বিশেষ অনুষ্ঠান “অদম্য নারী”। প্রচারিত হয় ৯ এপ্রিল, শনিবার বিকাল ৫.৪০ মিনিটে।
Recent Comments