বিদ্যালয় বা পাঠশালা হচ্ছে একটি প্রতিষ্ঠান বা সংগঠন, যা মূলত শিক্ষাদানের কেন্দ্র, যেখানে শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থী পাঠ্যপুস্তকের মাধ্যমে জ্ঞানলাভ করে থাকে। জ্ঞানের ভান্ডার দক্ষিন জিন্নাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ সালে। স্কুলে পড়াশুনা বেশ ভালোই চলছিলো। কিন্তু কোভিট-১৯ এর প্রভাবে দির্ঘদিন স্কুল বন্ধ থাকায় পড়াশুনায় পিছিয়ে যায় শিক্ষার্থীরা। তবে স্কুলে পাঠদান থেমে থাকেনি, স্কুল বন্ধ থাকায় অন-লাইনে ক্লাস চালু ছিলো, পাশাপাশি অ্যাসাইনমেন্ট এর মাধ্যমে শিক্ষার্থীদের পর্যালোচনা/পর্যবেক্ষন করা হতো। এরপর যখন স্কুল খুলে দেওয়া হয় তখন দেখা যায় কিছু শিক্ষার্থীদের অনুপুস্থিতি। তখন শিক্ষকরা বাড়িতে গিয়ে তাদের খোজঁ নেন এবং ঝড়ে পরা শিক্ষার্থীদের পূনরায় আবার স্কুলে ফিরিয়ে আনেন। এখন ঠিকমতো ক্লাস চলছে এবং শিক্ষার্থীদের পড়াশুরান ঘাটতি পূরন কারার চেষ্টা করছে এমনটাই জানিয়েছেন, দক্ষিন জিন্নাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল হাই স্যার।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহনে প্রচারিত হয় রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “বিদ্যাপিঠ”। শুনুন প্রতি বুধবার সকাল ০৯:২৫ মিনিটে। শুধুমাত্র রেডিও মেঘনা ৯৯.০ এফএমএ।