চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশের প্রজনন সুরক্ষায় গত ৪ অক্টোবর মধ্য রাত থেকে ২২ দিনের ইলিশ স্বীকারের নিষেধজ্ঞা জারি করেছেন মৎস্য অধিদপ্তর। এতে করে কর্মহীন হয়ে পড়েছে চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের মাঈনউদ্দিন ঘাটের জেলেরা। চরফ্যাশন উপজেলায় চুয়াল্লিশ হাজার তিনশত এগারো জন জেলে কর্মহীন হয়ে পড়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায় , জেলেরা নিজেদের অবসর সময় কাটানোর জন্য জাল বুনন করছে । সরকারের নিষেধাজ্ঞা মানতে রাজি থাকলেও পরিবার-পরিজন নিয়ে কীভাবে দিন কাটাবেন, সে চিন্তার ছাপ রয়েছে জেলেদের চোখে মুখে। তাই নির্ধারিত সময়ে পুনর্বাসনের চাল দ্রুত বিতরণের দাবি তাদের।
কথা বলেছিলাম তরিকুল ইসলাম ও লোকমান মাঝির সাথে তিনি জানান, ইলিশ ধরার নিষেধজ্ঞা দিয়েছে আমাদের জেলেদের ভালোর জন্য মা ইলিশ যাতে জালে ধরা না পড়ে তার জন্য। আমরা অভিযান মানার চেষ্টা করি। যারা অবরোধ মানে না তাদের জেল হয়। ২২ দিনের অবরোধে সংসার চলাতে খুব কষ্ট হয়। এই অবরোধের শেষে নদীতে মাছ পাওয়া যায় না তেমন। জেলে কাড থাকা স্বত্তেও বরাদ্দকৃত চাউল অনেক জেলে পায় না।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব জয়ন্ত কুমার অপু বলেন, ২২ দিনের নিষেধজ্ঞা চরফ্যাশন উপজেলায় ৩৫ হাজার ৩ শত ৮৬ জন জেলেকে ২৫ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হবে। ভবিষ্যতে কাঙ্খিত ইলিশ পেতে এবং সরকারি আদেশ মানতে জেলেদের নিষেধাজ্ঞার সময়ে মাছ শিকার না করারও আহ্বান জানান তিনি।