প্রত্যেক কৃষকের স্বপ্ন থাকে খেতের সোনালী ধানে ভরবে গোলা, চাহিদা মিটিয়ে বিক্রি করবে বাজারে কিন্তু প্রাকৃতিক দূর্যোগের উপর কারো হাত নেই। গত কয়েক দিনের বৃষ্টিপাতে চরফ্যাশন আবুবকরপুর ৭ নং ওয়ার্ড এলাকার শতশত বিঘা আমন ধানের ক্ষেত পানির নিচে ভাসছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে আবু আবদুল্লাহ এবং মো: ফরাজি সহ এখানের অনেক কৃষকদের ধান খেত পানিতে ডুবে গেছে। যদি ২/৩ দিনের মধ্য পানি না কমে তাহলে কৃষকদের দূদর্শার শেষ হবে না। ভাষমান পানির সাথে ছোট ছোট ফেনায় ভরে গেছে ধানের খেত। পানি কমলে ফেনায় ধান গাছের ক্ষতি করবে আর তাই খেত থেকে ফেনা পরিষ্কার করছেন আবু আবদুল্লাহ। অনেক ক্ষেতে পানি জমে থাকায় ধানের শীষ পচে নষ্ট হওয়ার আশঙ্কায় গোছা বেঁধে ধানগাছ তুলে দেওয়ার চেষ্টা করছেন কৃষকরা। কৃষি কাজের উপর নির্ভর করা পরিবার গুলো আশায় আছেন যে, বৃষ্টির পানি কমলে ধান গাছ ঠিক হবে।
কৃষি ভিত্তিক রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “কৃষি ও কৃষক” অনুষ্ঠানটি শুনুন প্রতি বৃহস্পতিবার বিকেল ৫:৪০ মিনিটে।
অনুষ্ঠানটির প্রযোজনা ও উপস্থাপনায় জেসমিন।
Recent Comments