পৃথিবীতে সুন্দরতম শব্দগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর শব্দ হলো ‘বাবা’। সন্তানকে মানুষের মত মানুষ করাতে কতই না কষ্ট করে মা বাবা। জীবন যুদ্ধে দিনের পর দিন সংগ্রাম করছেন চরফ্যাশন আমিনাবাদ এলাকার মো: জামাল। সাইকেলে কনট্রিনার বেধে পায় চালিয়ে বাড়ি বাড়ি গরুর দুধ বিক্রি করে তিন সন্তাকে নিয়ে বেশ ভালোই আছেন তিনি। এক মেয়েকে ইন্টার পাশের পর বিয়ে দিয়েছেন এবং দুই ছেলেকে পড়াশোনা করান। লেখাপড়া শেষে ভালো কোন চাকরি করাবেন ছেলেদের এমনটাই বলেন মো: জামাল। গোয়ালে নিজের গরু আছে ৬ টি এবং অন্যর কাছ থেকে দুধ কিনে বাড়ি বাড়ি বিক্রি করেন তিনি। এ পেশাটার সাথে দীর্ঘ দিন জড়িত থাকার কারণে ছাড়তে চাইলেও ছাড়তে পারেন না মো: জামাল। তবে এ পেশার পাশাপাশি কৃষি কাজটাও চালিয়ে যেতে চান তিনি কারণ সন্তানদের লেখাপড়ার খরচ বহন করতে হলে এ পেশার বিকল্পে অন্য কিছুও করতে হবে।
রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “মা বাবার স্বপ্ন” অনুষ্ঠানটি উপস্থাপনা ও প্রযোজনায় জেসমিন। শুনুন সপ্তাহের প্রতি সোমবার বিকেল ৫:৪০ মিনিটে।