ভোলার চরফ্যাসনে “প্রান্তিকের অধিকার আদায়ে, আওয়াজ তুলি সজোরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপকূলের কণ্ঠস্বর রেডিও মেঘনা ৯৯.০ এফএম ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। ৯বছর আগে ২০১৫ সালের আজকের এই দিনে রেডিও মেঘনা তার যাত্রা শুরু করে।
আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় চরফ্যাসন কোস্ট ফাউন্ডেশন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে চরফ্যাসন উপজেলা পরিষদ চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা সাড়ে ১০ টায় চরফ্যাসন উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে রেডিও মেঘনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এসময় রেডিও মেঘনার সহকারি স্টেশন ম্যানেজার উম্মে নিশির সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন আখন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব শোভন কুমার বসাক। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংবাদিক আবু সিদ্দিক, মোঃ তছলিম আখন, মামুন হোসেন, উদ্যোক্তা সংস্থা কোস্ট ফাউন্ডেশন এর ভোলা জেলা শাখার ফিন্যান্স এবং এডমিন অফিসার ইব্রাহিম, রেডিও মেঘনার শ্রোতা ফিডব্যাক অফিসার লাভনী হোসেন, সংবাদ প্রযোজক আছমা আক্তার সুরভীসহ সকল কলাকুশলী ও বিভিন্ন শ্রেণি পেশার শ্রোতা, কিশোর কিশোরী ও কোস্ট ফাউন্ডেশনের কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন বলেন, উপকূলীয় এলাকা চরফ্যাসনের মানুষের মাঝে যেভাবে রেডিও মেঘনা শিক্ষা-স্বাস্থ্য, জেলে, কৃষক, কিশোর-কিশোরী, বাল্য বিয়ে, বিশেষ করে দুর্যোগ ও করোনাকালীন যে ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসার দাবিদার। সাফল্যের এই অগ্রযাত্রায় চরফ্যাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রেডিও মেঘনার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং রেডিও মেঘনার সকল কলাকুশলীকে অভিনন্দন জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব শোভন কুমার বসাক বলেন, চরফ্যাসনের উপকূলের কন্ঠস্বর ৯৯.০ এফএম কমিউনিটি রেডিও মেঘনা সুনামের সাথে পরিচালিত হচ্ছে। সেই সাথে রেডিও মেঘনার ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম এর সাফল্যর সাথে সামনে দিকে এগিয়ে যাওয়া কামনা করেন।
সবশেষে রেডিও মেঘনার চিরকুটে মনের কথা প্রতিযোগিতায় বিজয়ী নুসরাতের হাতে পুরস্কার হিসেবে রেডিও তুলে দেওয়া হয়।
Recent Comments