শশিভূষণে ১২ টি দোকান আগুনে পুড়ে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ব্যবসায়ীরা।
রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শশিভূষণ থানার জাহানপুর ইউনিয়নের জলিল ব্যাপারীর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ দোকানদার আলাউদ্দিন জানান, একমাত্র আয়ের উৎস ছিল ফাস্ট ফুডের দোকান। আগুনে সকল আয়ের উৎস শেষ হয়ে গেছে। দোকানে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল ছিল বলে জানান।
আলাউদ্দিনের ছোট মেয়ে আফরিন বলেন, আমার বাবার আয়ের উৎস এই ফাস্ট ফুডের দোকানটি ছিল। আমার পড়াশোনার খরচ বাবা দিতো দোকানের আয় দিয়ে। দোকানটি পুড়ে যাওয়াতে আমাদের পরিবার ও পড়াশোনা কিভাবে চলবে আমরা অসহায় হয়ে পড়েছি।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লোকমান হোসেন বলেন, জাহানপুরের জলিল বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা চরফ্যাশন উপজেলা প্রশাসনের নিকট আবেদন করলে। সে আবেদন যাচাই বাছাই করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষতিপূরণ বাবদ ১০ কেজি চাউল, ১ বান্ডেল টিন ও মেরামত করার জন্য ৩ হাজার টাকা প্রদান করা হবে।
এছাড়া তিনি আরো জানান, চরফ্যাশনে একটি মাত্র ফায়ার সার্ভিসের স্টেশন রয়েছে। আমরা চেষ্টা করবো চরফ্যাশনে আরো ফায়ার সার্ভিসের স্টেশন বাড়ানো যায় কিনা। উপরের মহলের কাছে এই তথ্য জানানো হবে।