ভোলা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ চরফ্যাসন সরকারি টি.বি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শিতা, শান্তি, প্রগতি ও সম্প্রীতির অনুকরণীয় দৃষ্টান্তের ফলে এগিয়ে যাচ্ছে উন্নত দেশ। গত
মঙ্গলবার সকাল ১১ টায় ভোলার চরফ্যাসন সরকারি টি.বি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জ্যাকব টাওয়াার, শেখ রাসেল শিশু পার্ক, ফ্যাসন স্কয়ার, অত্যাধুনিক বাস টার্মিনাল ও খাস মহল জামে মসজিদ পরিদর্শন করেন এ কে আব্দুল মোমেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানভীর আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ চরফ্যাসন-মনপুরা আসনের সংসদ সদস্য, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. আক্তারুজ্জামান, জেলা প্রশাসক তোফিক-ই-লাহী চৌধূরী, পুলিশ সুপার সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর মেয়র মো. মোরশেদ।
মৌসুমী মনীষা ও উম্মে নিশি
রেডিও মেঘনা-চরফ্যাসন।
Recent Comments