করোনা সংক্রমণ রোধে সারা দেশে চলছে টিকাদান কর্মসূচি। এরমধ্যে টিকা গ্রহণ না করেই ভোলার চরফ্যাসন উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বেদেরা। উপজেলার জালাল মহাজন চৌমুহনীর পশ্চিমে বিশাল মাঠজুড়ে বসবাস করছে অসংখ্য বেদে পরিবার। প্রতিদিনই নিজ নিজ কর্মে পুরো উপজেলা ঘুরে বেড়াচ্ছে তারা এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি।
এসব বেদে পরিবারগুলো উপজেলার, কুতুবগঞ্জ মোড়, দুলার হাট, শশীভূষণ, দক্ষিণ আইচা সহ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে অস্থায়ীভাবে বসবাস করছেন।
চরফ্যাশন উপজেলার জালাল মহাজন চৌহমুনীর মাঠে বসবাসরত বেদেরা বলেন, করোনার এই অবস্থার মধ্যেও বিভিন্ন স্থানে যেতে কাজের তাগিদে তাই নিজেদের সুরক্ষায় আমাদেরও টিকা নেওয়ার দরকার। এখন যেহেতু নিবন্ধন ছাড়াই টিকা দেওয়া যাবে তাহলে আমরা খুব দ্রুত টিকা গ্রহণ করবো।
বেদে সর্দার সদস্য ইলিয়াস বলেন, এখানে ১০ টি বেদে পরিবার রয়েছে। তারমধ্য কিছু পরিবারের সদস্যরা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন নিজ এলাকায়। বাকিরা নিজের জন্মসদন বা আইডি কার্ড দিয়ে নিবন্ধন করাতে না পারায় এখনো কিছু পরিবার করোনা তাই টিকা দিতে পারিনি। যারা টিকা দেয়নি তাদেরকে দ্রুত টিকা গ্রহণ করার জন্য বলে দেওয়া হবে।

প্রতিবেদনে সুরভী ও অধরা।
রেডিও মেঘনা,চরফ্যাসন।