চরফ্যাসনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উপলক্ষ্যে পালিত হয়েছে রোকেয়া দিবস।
৯ ডিসেম্বর, ২০২১ (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে রোকেয়া দিবস উপলক্ষ্যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফলতার জন্য তৃণমূল পর্যায়ের ৫ জয়ীতাদের সম্মাননা স্বরূপ ক্রেষ্ট প্রদান করা হয়। কোস্ট ফাউন্ডেশন এবং চরফ্যাসন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বরাবরের ন্যায় এবারও দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে বেগম রোকেয়ার অবদান তাৎপর্য তুলে ধরেন রেডিও মেঘনার অনুষ্ঠান প্রযোজক জেসমিন বেগম। এছাড়াও সভায় সমতা, ন্যায্যতা এবং গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের অঙ্গিকার, নারীর প্রতি সহিংসতা নিরসন এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সকল স্তরে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোস্ট ফাউন্ডেশন চরফ্যাসনের সহকারী পরিচালক রাশিদা বেগম। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব রমেন্দ্রনাথ বিশ্বাস। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, নারী নেত্রী, জয়ীতা, কোস্ট ফাউন্ডেশন ও রেডিও মেঘনার কলাকুশলী বৃন্দ।
প্রতিবেদনে অধরা
রেডিও মেঘনা, চরফ্যাসন।
Recent Comments