রমজান শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি এর পরেই ঈদুল ফিতর। এই ঈদকে কেন্দ্র করে চরফ্যাসনের দর্জির দোকানগুলোর কারিগররা সবাই নতুন পোশাক বানাতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন। কেউ সেলাই, কেউ বোতাম লাগানোয়, কেউ কাপড় কাটায়, আবার কেউবা ইস্ত্রী করে অর্ডার বুঝিয়ে দেওয়ার জন্য তৈরি জামা-কাপড় সাজিয়ে রাখছেন।

ঈদ এলেই কাজের চাপে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পোশাক তৈরির কাজ ঘুমহীন,বিশ্রামহীন সময় কাটে দর্জি কারিগরদের।

চরফ্যাসন সদরসহ বিভিন্ন পাড়া মহল্লার একাধিক দর্জি-প্রতিষ্ঠান ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের ব্যস্ততার সম্পর্কে। ঈদ সন্নিকটে আসায় বাহারী সব পোশাক সেলাইয়ে ব্যস্ত সময় কাটছে তাদের।

দর্জি কারিগর মাসুদ ও আরিফ জানান, পছন্দের সব পোশাক রমজানের ১৫ দিন আগ থেকেই অর্ডার দেওয়া শুরু হয়। এরপর থেকে ক্রেতাদের ডেলিভারির স্লিপ ধরে ধরে বুঝিয়ে দিতে হয় ঈদের আগের দিন। তাই অনেক থেকেই রাত-দিন একাকার করে কাজ করে যাচ্ছেন তারা। রোজার শুরুতে তেমন চাপ না থাকলেও বর্তমানে বেশ ভালো কাজ পেয়েছে আসা করছেন সময়ের মধ্যে পোশাক ডেলিভারি দিতে পারবেন।