কৃষি প্রধান বাংলাদেশে আলুর পরপরই টমেটো উৎপন্ন হয়। অধিকাংশ দেশেই টমেটো অন্যতম প্রধান সবজি। টমেটো কাঁচা, পাকা এবং রান্না করে খাওয়া হয়। চরফ্যাসন চক বাজারের কৃষক আব্দুল খালেক (৭০), টমেটোর চাষ করে সফলতার মুখ দেখেছেন। ১০ বছর যাবৎ কৃষি কাজ করেন। এ বছর ১২০ শতাংশ জমিতে টমেটোর চাষ করেছেন। এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা খরচ করেছেন। গাছে ফলন শুরু হওয়ার পর থেকে দুই বারে ১০ হাজার টাকার টমেটো বিক্রি করেন। টমেটোর পাশাপাশি মাছের চাষ করেন আব্দুল খালেক । খামারের মাছ দিয়ে তার পরিবারে আমিষের চাহিদা পূরন করে এবং বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করেন। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তার পরিবারে পাঁচ সদস্য। কৃষি কাজের উপর নির্ভর করে তার সংসার চলে। টমেটোর গাছ ও ফলন এখন খুবই ভালো, এ বছর টমেটোর চাষ করে অধিক লাভবান হওয়ার আশা করেন তিনি।
কৃষি ও কৃষক অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বুধবার বিকেল ০৫:৪০ মিনিটে, রেডিও মেঘনা ৯৯.০ এফএমএ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ফারিহা ইসলাম, সম্পাদনায় জেসমিস ।