অসময়ের বৃষ্টি ভাবিয়ে তুলেছে চরফ্যাসনের কৃষকদের। কয়েক দিনের বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ভোলা জেলার চরফ্যাসনে মুগ,বাদাম ও মরিচসহ রবি ফসলের বেশ ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে বাদাম ও মুগ ডাল ক্ষেত, ফলে কৃষকেরা বিপাকে পড়েছেন। পানিতে ডুবে গেছে সকল রবিশস্য।
কৃষি অফিসের তথ্য মতে, চলতি রবি মৌসুমে প্রায় ৫ হাজার ৫০ হেক্টর জমির বাদাম, ১২ হাজার ২০৫ হেক্টর জমির মূগ,১ হাজার ১২৫ হেক্টর জমির মরিচ আবাদ হয়েছে।
উত্তর চর নাজিমুদ্দিন গ্রামের কৃষক আব্দুর সাত্তার বলেন, এক একর জমিতে প্রায় ৪৫ হাজার টাকা খরচ করে বাদাম রোপণ করেন। ঘূর্ণিঝড়ে টানা বৃষ্টির কারণে পানি আটকে সম্পূর্ণ খেত নষ্ট হয়ে গেছে। ভালো ফলন ঘরে তোলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
কৃষক সরিফ বলেন, দেড় কানি জমিতে বাদাম,মরিচ,মুগ ডাল চাষ করেছেন। অসময়ের বৃষ্টিতে জমিতে পানি জমে তলিয়ে সকল ফসল। এতে এবছর কৃষিতে সব নষ্ট হয়েছে লোকসানের মূখে রয়েছে। শ্রমিক সংকটেও রয়েছে দুর্ভোগে।
প্রতিবেদনে সুরভী।
রেডিও মেঘনা, চরফ্যাসন।
টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় রবি ফসলের ব্যাপক ক্ষতি, লোকসানে কৃষক

Recent Comments