জাহানপুর ২নং ওয়ার্ডের ফারবিন কিশোরী ক্লাবের শ্রোতা। রেডিও মেঘনার আয়োজন শোনেন প্রায় পাঁচ বছর ধরে। রেডিও শুনে অনেক উপকৃত হয়েছেন তিনি। ফারবিন বলেন, কয়েক মাস আগে তিনি রেডিও শুনে পিরিয়ড চলাকালে পেট ব্যথা হলে করণীয় সম্পর্কে জেনেছেন। গত অক্টোবরে তার এসএসসি পরীক্ষার সময় এই তথ্য কাজে লেগেছে। পরীক্ষার আগেরদিন শুরু হয় খুব পেট ব্যথা। তখন রেডিও মেঘনার কিশোর কিশোরী অনুষ্ঠানের পরামর্শ অনুযায়ী গরম সেঁক দিলে কিছু সময় পর ব্যথা ধীরে ধীরে ব্যথা কমে যাওয়ায় পড়াশানায় মনোযোগ দেন ফারবিন। এছাড়াও ফারবিন জানান, যোনিপথে সাবান ব্যবহারের ক্ষতিকরদিক সম্পর্কে জেনেছেন তিনি। প্রজনন স্বাস্থ্যের যত্ন সম্পর্কে এমন গুরুত্বপূ্র্ণ তথ্য ঘরে বসে জানতে পেরে রেডিও মেঘনাকে ধন্যবাদ জানান ফারবিন।
Recent Comments