রেডিও মেঘনার আয়োজনে এবং সিজেআরএফ প্রকল্পের সহযোগিতায় মোহাম্মদপুর ৬নং ওয়ার্ডে ৩০ জন নারী, কিশোরী ও পুরুষ এর অংশগ্রহণে উঠান বৈঠকের মাধ্যমে বাল্য বিয়ের কুফল বিষয়ক সচেতনতামূলক আলোচনা হয়।
রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার মৌসুমী রানী দাস নারী কিশোরীদের উদ্দেশ্যে বলেন, বাল্যবিয়ের কুফল, নারী নির্যাতন, জেন্ডার বৈষম্য মোকাবেলা নিয়ে আলোচনা করা হয়। বাল্য বিয়ে কেবল একটি মেয়ের জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, এটি পুরো সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে।
সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং নিজেদের পাশাপাশি পরিবার ও আশেপাশের মানুষকেও সচেতন করতে হবে। উঠান বৈঠকের আলোচনার শেষে রেডিও মেঘনা শুনার জন্য সবাইকে বলা হয়।
Recent Comments