জন্মের তিন দিনে পরেই খিঁচুনি নিয়ে হাসপাতালে ভর্তি হান শিশু রিসাদ। চিকিৎসা কারার পর সুস্থ হন এবং সে তিন বছর ভালো ছিলো। তারপর আবারো রিসাদের খিঁচুনি দেখা দেয়। আবারো ডাক্তারের কাছে নিয়ে গেলেও আর লাভ হলো না। তখন থেকেই তার স্পষ্ট করে কথা বলেতে পারেনা। বলছিলাম, প‚র্ব নুরাবাদ ২ নং ওয়ার্ডের এলাকার শাহিনুর বেগমের (৩৮) সন্তান রিসাদের কথা।
মা জানান, ছেলেকে ডাক্তার দেখিয়ে প্রায় ১লাক্ষ টাকার মত খরচ করেও লাভ হয়নি। বর্তমানের ১৮ বছর বয়সী রিসাদ প্রতিবন্ধি ভাতা পান।
মা শাহিনুর বেগম আরো জানান, স্বামীর চায়ের দোকান করেন এই টাকা দিয়ে সংসারে সকল খরচ বহন করেন। রিসাদকে পড়াশুনা করাতে না পারলেও, বাকি ছেলে পরাশুনা করছে। পরিবারের সবাই রিসাদকে খুব ভালোবাসে। রিসাদের প্রতি ভাইয়েদের এই ভালোবাসা যেন, চিরকাল থাকে এধোয়াই করেন মা।
রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ধীমান’। শুনুন প্রতি শুক্রবার সকাল ৮:২৫ মিনিটে। শুধু মাত্র ৯৯.০ এফএম এ।
Recent Comments