প্রতিটি শিশুর শিক্ষা জীবনের প্রথম ধাপ শুরু করার একমাত্র মাধ্যম বিদ্যালয়। শিশু এখন শিক্ষকগনের হাতেই ধরেই গড়ে ওঠে। এই চিত্রে প‚র্ব এওয়াজপুর বিদ্যালয় গিয়েই নজরে আসে কোমলমতি শিশুরদের। প্রতিটি শিশুর মুখে যেনো হাসি লেগে আছে। তারা যেন উৎফুল­তার সাথে পড়াশুনা করছে। আমরা সেই শিশুদের কাছ থেকে শুনলাম দেশের গান, ছোট ছোট কবিতা ও গল্প।
গিয়েছিলাম চরফ্যাসন উপজেলার প‚র্ব এওয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়টি ১৯৭২ সালে স্থাপিত হয়। বর্তমানে এই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলছে। প্রতিষ্ঠানটিতে পাঁচ জন শিক্ষিকা একজন শিক্ষক আছে । প্রায় দুইশত পঁচিশজন শিক্ষার্থীদের পাঠদান দিচ্ছেন তারা। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্বতঃস্ফ‚র্তভাবে প্রতিদিনের পাঠ গ্রহন করে থাকেন। বিদ্যালয়ে প্রতিদিনের উপস্থিতির সংখ্যা প্রায় ৯০-৯৫% বলে জানান, ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খাদিজা বেগম । তিনি আরো জানান, যখন শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা কমে যায়, তখন তারা হোম ভিজিট সহ অভিবাবকের সাথে ফোনে যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনার চেষ্টা করেন। প্রতিবছরই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বৃত্তি পরিক্ষায় অংশগ্রহন করে থাকেন এবং উক্ত বিদ্যালয়ে পাশের হার ১০০%।
এছাড়াও গ্রীষ্মকালীন সময়ে শিক্ষার্থীদের সুস্থ্য রাখতে বিদ্যালয়ে রয়েছে বিশুদ্ধ পানির ও পাখার ব্যবস্থা। এছাড়াও ডেঙ্গু থেকে রক্ষার জন্য বিদ্যালয় সহ আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয় বলে জানান, সহকারী শিক্ষক খাদিজা বেগম।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রচারিত হয়, রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান বিদ্যাপিঠ। ৯৯.০ এফএম-এ প্রতি বুধবার সকাল ০৯: ২৫ মিনিটে। উপস্থাপনায় অধরা ইসলাম সম্পাদনায় উম্মে নিশি।