শ্রোতাদের মতামতের ভিত্তিতে এবং আমন চষের মৌসুম উপলক্ষ্যে ফসলের বীজ তলা তৈরী, পরিচর্যা ও করণীয় সম্পর্কে প্রচার করা হয় কৃষি তথ্য ও পরামর্শ বিষয়ক অনুষ্ঠান ‘কৃষি ও কৃষক’। অনুষ্ঠানটিতে আলোচক হিসেবে সরাসরি স্টুডিওতে উপস্থিত হয়ে পরামর্শ প্রদান করেন চরফ্যাসন উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাসনাইন। অনুষ্ঠানটি শুনে উপকৃত হয়েছেন চরফ্যাসনের আদর্শ পাড়া এলাকার কৃষক আব্দুল আলিম (৩৭)। তিনি বলেন, অনেক বছর ধরে কৃষি কাজের অভিজ্ঞতা থাকলেও প্রায় সময় বীজ নষ্ট হয়ে যেতো এবং চারা গাছের অনেক সমস্যা দেখা যায়। বাড়িতে বীজ সংরক্ষণের ফলে অনেক সময় চারা গজাতো না, চারা হলুদ হয়ে যাওয়ার কারণে ফলন ভালো আসতো না। যার কারণে এর আগের পর্বে তিনিও এ বিষয়ে অনুষ্ঠান শুনার জন্য ফোন কলের মাধ্যমে অনুরোধ করেন। এরপর আমন বীজতলা তৈরীর সময়ের আগেই বীজ তলা তৈরী, পরিচর্যা ও করণীয় বিষয়ক অনুষ্ঠান ‘কৃষি ও কৃষক’ শুনে প্রয়োজনীয় পরামর্শ পেয়ে সে অনুযায়ী কাজ শুরু করেন। এবার আগের তুলনায় ভালো চারা গজিয়েছে এবং কোনো প্রকার হলুদ ভাব নেই। দুই একদিনের মধ্যে সেই চারা রোপ কাজ শুরু করবেন বলে জানান তিনি। এছাড়াও স্যার-কিটনাশক প্রয়োগের ক্ষেত্রে সতর্কতামূলক পরামর্শও কাজে লাগিলে উপকার পেয়েছেন কৃষক আব্দুল আলিম।
অনুষ্ঠানটিতে উপস্থাপনায় ছিলেন, খাদিজা আক্তার। এপিএফপি প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে ২০ জুন, ২০২১ তারিখে, বাস্তবায়নে: কোস্ট ফাউন্ডেশন।
Recent Comments