রেডিও মেঘনার তথ্য শুনে শিশু পানিতে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করতে সচেতন হয়েছেন চরফ্যাসন আব্দুলাপুর এলাকার নুরনাহার বেগম বিভিন্ন প্রতিবেদনে বলা হয় দেশে প্রতি ৩০ মিনিটে একটি শিশু পানিতে ডুবে মারা যায়। দিন শেষে মৃত শিশুর সংখ্যা দাঁড়ায় কমপক্ষে ৫০। আরও জানা যায়, প্রতিবছর ১ থেকে ১৭ বছর বয়সী কমপক্ষে ১৮ হাজার শিশু মারা যায় কেবল পানিতে ডুবে। আর মারা যাওয়া বেশির ভাগ শিশুর বয়স ১০ মাস থেকে দুই বছরের মধ্যে। শিশুর পানিতে ডুবে মৃত্যুর কারণ ও প্রতিকার নিয়ে রেডিও মেঘনায় সচেতনতামূলক একটি পিএসএ নিয়মিত প্রচারের ফলে চরফ্যাসন বাসির মধ্যে সচেতনতা বেড়েছে বলে জানা যায়। এ বিষয়ে কথা হয় চরফ্যাসন আব্দুল্লাপুর এলাকার নূরনাহার বেগমের সাথে। তিনি বলেন, সন্তানকে পানিতে ডুবে মৃত্যুর হাত থেকে রক্ষা করা বিষয়ে তথ্য শুনেন রেডিও মেঘনায়। তারও দুটি সন্তান রয়েছে। যেহেতু শিশুরাই সবচেয়ে বেশি পানিতে ডুবে মারা যায় তাই রেডিও মেঘনার তথ্য শুনে নিজের সন্তান দুটিকে পানির ধারে কাছে যাওয়া থেকে বিরত রাখেন বলে জানান নূরনাহার বেগম।
Recent Comments