ডিজিটাল বংলাদেশ গড়ার লক্ষ্যে তথ‍্য যোগাযোগ প্রযুক্তির মাধ‍্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প শীর্ষক (২য় পর্যায়) এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা এই স্লোগানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত তথ‍্য আপা দপ্তরের বাস্তবায়নে ভোলার চরফ‍্যাসন পৌরসভা ৯নং ওয়ার্ড এলাকায় গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ‍্য যোগাযোগ প্রযুক্তির মাধ‍্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের ২য় পর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে উপজেলা তথ‍্য সেবা কর্মকর্তা তথ‍্য আপা মিলি আক্তার এর সনঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ‍্যাসন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: মামুন হোসেন এছাড়া তথ্য আপা দপ্তরের কর্মি, সাংবাদিক রেডিও মেঘনার প্রতিনিধিসহ স্থানীয় ১০০ জন নারীরা।
এসময় আলোচকরা বলেন, নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে তথ‍্য আপার সেবা সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে তথ‍্য প্রযুক্তি ভিত্তিক সেবা, চাকরির আবেদনপত্র পূরন, ভর্তি পরীক্ষার ফরম পূরন, কৃষি, শিক্ষা ,ব‍্যবসা ইত্যাদি সংক্রান্ত পরামর্শ, আইনী সহায়তা, নারীদের ডায়াবেটিস পরীক্ষা,রক্তচাপ, তাপমাত্রা, ওজন মাপা সহ বিভিন্ন ধরনের সেবা সমূহ বিনামুল্যে তথ‍্য কেন্দ্র বা উঠান বৈঠকের মাধ‍্যমে প্রদান বিষয়ে আলোচনা করা হয়।

প্রতিবেদনে সুরভী ও অধরা
রেডিও মেঘনা, চরফ‍্যাসন।