প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ভূমিহীনদের ঘর দেওয়া কর্মসূচী উদ্বোধন করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন ৬০টি পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
আজ (রবিবার ২০ জুন) সকাল বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ৫৩ হাজার ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর গৃহহীন পরিবারের মাঝে এই ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।

এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রথম ধাপের ঘর দেয়ার পর আজ ২য় ধাপে চরফ্যাশনে ৬০টি ঘর দিয়েছেন। তার মধ্যে নীলকমল ৫০টি চর কুকরিমুকরি ৫টিসহ অন্যান্য ৪টি ইউনিয়নে ৫টিসহ মোট ৬০ ভূমিহীণ ও গৃহহীন পরিবারকে ২শতাংশ দলিল দিয়ে নামজারী ও জামা খারিজ করে খতিয়ান তুলে দিয়েছেন।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা সাধারণ সম্পাদক নুরুলইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস প্রমুখ।

মৌসুমী মনীষা
রেডিও মেঘনা-চরফ্যাসন।