অধিক লাভের আশায় শীতকালীন সবজি চাষে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে চরফ্যাশন উপজেলার আসলামপুর ১নং ওর্য়াডের কৃষকদের মধ্যে। সার্জন পদ্ধতিতে নানা জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।সরজমিনে দেখা যায়, কেউ মাটি কাটছে, কেউবা আগাছা পরিষ্কার ও কীটনাশক স্প্রে করছেন। এক কথায়, আগাম বাজার ধরার আশায় এখন মাঠে মাঠে ব্যস্ত সময় পার করছেন আসলামপুর ১নং ওর্য়াডের কৃষকের।
আসলামপুর ১নং ওর্য়াডের কৃষক ইলিয়াস হোসেন বলেন, আট বছর ধরে সীম চাষ করছেন। সীম চাষের পাশাপাশি, বাঁধা কপি,টমেটো, লাউ,কাঁচা হলুদ, করলা, মেটে আলু চাষ করেছেন। এ বছর প্রায় ৮০ শতাংশ জমিতে সীম চাষ করেছেন। গত বছরের তুলনায় এ বছর ফলন ভালো হবে বলে আশা করছেন এই কৃষক।
চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা বলেন, চরফ্যাশন উপজেলায় এ বছর অধিক পরিমানে সার্জন পদ্ধতিতে আগাম শীতকালীন সবজি চাষ করা হয়েছে। যারা আগাম শীতকালীন সবজি চাষ করেছেন তাদের গাছের গ্রোথ ভালো। কিছুদিনের মধ্যে কৃষকরা সবজি তুলতে হবে।