তিন সন্তাকে ছোট থেকেই রাস্তা পার হওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে শিখাতেন পৌরসভা ১নং ওয়ার্ডের সালমা বেগম (২৯)। তিনি জানান, সাধারণত পাচঁ বছর হলেই শিশুদের স্কুলে ভর্তি করানো হয়। স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে নিরাপদে রাস্তা পার হওয়া খুবই গুরুত্বপূর্ন। পরিবার থেকে শিশুদেরকে এ বিষয়ে বুঝানো প্রয়োজন। এজন্য তিনি তার তিন সন্তানকে রাস্তা পারাপারের বিষয়টি গুরুত্বসহকারে শেখান।
সালমা বেগম আরও বলেন, শুরুতে আমি নিজেই স্কুলে আনা-নেওয়া করেছি। এখন সন্তানেরা একটু বড় হয়েছে তাই মায়ের শিক্ষায় নিরাপদে রাস্তায় চলাচল করেন।
কুলসুম বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবিনা ইয়াসমিন জানান, প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারায়। শিশুরা কিছু না বুঝেই ছোটাছুটি করেন। যার কারণে দূর্ঘটনার ঝুঁকি বেশি। তাই স্কুলের শিশুদের রাস্তায় নিরাপদে চলাচলের গুরুত্বও নিয়মিত শেখান। রাস্তার এক পাশ দিয়ে চলা, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, চলন্ত গাড়িতে ওঠা-নামা না করা এবং রাস্তার পাশে খেলা না করা ইত্যাদি বিষয়।
অভিভাবদের প্রতি অনুরোধ করে রুবিনা ইয়াসমিন বলেন, আপনারা ছোট শিশুদের সাথে করে স্কুলে নিয়ে আসবেন এবং নিয়ে যাবেন।
রেডিও মেঘনা ৯৯.০ এফএম এর সাপ্তাহিক অনুষ্ঠান‘‘আজকের শিশু” আয়োজনটি শুনতে পান প্রতি সপ্তাহের শুক্রবার বিকাল ০৫:০০ টায়। শুধুমাত্র রেডিও মেঘনা ৯৯.০ এফএম এ।