২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস এবং ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালনের জন্য প্রস্ততিমূলক সভা করেছে চরফ্যাসন উপজেলা প্রশাসন।
সোমবার ১৭ মার্চ উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির সভাপতিত্ব এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি সভার শুরুতে পূর্ববর্তী বছরগুলোর অনুষ্ঠানসূচির ওপর আলোকপাত করেন এর সাথে এ বছর ভোলা জেলার সভার কার্য বিবরণী পাঠ করেন। চরফ্যাসন উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে প্রতিটা বিদ্যালয়,কলেজসহ সকল শিক্ষা প্রাঙ্গণ সকল শহীদদের স্মরণে স্মৃতিচারণ করবে এবং আলোচনাসভা করবে। কোন প্রতিষ্ঠান আলোকসজ্জা করতে পারবে না।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চরফ্যাসন উপজেলায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভসূচনা করা হবে। সূর্যদয়ের সঙ্গে সঙ্গে সরকারি,আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং মালিকানাধীন ভবনসমূহে পতাকা উত্তোলন করতে হবে। বিভিন্ন ধর্মীয় স্থান,উপসনালয়ের স্থান শহীদের স্মরণে দোয়া মোনাজাত ও প্রার্থনা করবে। বেলা ১১.০০ টায় চরফ্যাসন উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধোদের সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিকবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।
Recent Comments