অনুষ্টানের নাম :জেলেজীবন।
প্রচারের তারিখ :২১-৪-১৬।
প্রচারের সময় :৫.৫-৫.৩৫।
প্রচারের বার :বৃহস্পতিবার বিকাল।
জেলেদের জীবন কাহীনি জানতে আমরা গিয়েছিলাম গোষেরহাট সামরাজ,সেখানে গিয়ে কথা বলেছিলাম বেশ কয়েকজন জেলে ভাইদের সাথে। বিভিন্ন ধরনের সমস্যার কথা শুনলাম তাদের কাছ থেকে, তারা আমাদেরকে জানালেন যাদের জীবনের শুরুটাই কষ্টের তাদের আবার সুখ কোথায়? কষ্টের মা্ঝেই বসবাস জেলেদের জীবন, জেলেরা অনেক কষ্ট করে রোদে পুরে বৃষ্টিতে ভিজে পরে থাকতে হয়, নদিতে মাছ ধরার জন্য। সেই মাছ ধরে বিক্রি করে মোটামুটি ভাবে সংসার চালিয়ে থাকেন, জানান জেলেভাইয়েরা ।তারা আরো বলেন যখন অবরোধপরে তখন তাদের সংসার চালাতে অনেক কষ্ট স্বাধ্য হয়ে পরে ।
২১ই এপ্রিল ২০১৬ প্রচারীতহল অনুষ্ঠান “জেলেজীবন”
Recent Comments