সিজিনাল সবজি চাষ এবং সেলাইয়ের কাজ করে সাবলম্বী হয়েছেন চরফ্যাসনের রেশমা বেগমচরফ্যাসন উপজেলার চৌমহনী এলাকার রেশমা বেগম (৩০)। সিজিনাল সবজি চাষ এবং সেলাইয়ের কাজ করে হয়েছেন স্বাবলম্বী। তিনি জানান, এক সময় তার সংসারে অভাব লেগেই থাকত। স্বামী কাঠ ব্যবসায়ী। তার একার আয়ে কোনো রকম সংসার চলত। সময়ের সাথে সাথে পরপর চারটি ছেলে সন্তান জন্ম দেন তিনি। এরপর থেকেই তার সংগ্রাম চলতে থাকে। শুরু করেন বাড়ির চারপাশে সিজিনাল সবজির চাষ। পাশাপাশি আগে থেকে টুকটাক জানা সেলাইয়ের কাজও চলতে থাকে। প্রতি সিজিনে ৩০০-৫০০ টাকা ব্যয়ে শিম, লাউ মিষ্টি কুমড়া, লাল শাকসহ অন্যান্য সবজির চারা কিনেন আর সামান্য কিটনাশক তাতেই ফলন পেতে শুরু করেন। এ থেকে যা আয় হয় তার পুরোটাই ব্যয় করেন সংসারের কাজে।এ মাসেও ৫ হাজার টাকার সবজি বিক্রি করেছেন। আর সেলাইয়ের কাজে আয় হয়েছে ২ হাজার টাকা। এভাবেই ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে তার জীবনের। চার সন্তানের এখনো সবাই ছোট। বড় ছেলে সবেমাত্র বিদ্যালয়মূখী হয়েছে। স্বামী ও তার নিজের আয় থেকে ছেলেদের পড়ালেখা ও ভবিষ্যতের জন্য সঞ্চয়ও করছেন বলে জানান তিনি।প্রতিবেদনে অধরা লিজা। প্রচারিত হয়েছে ২১ মার্চ রেডিও মেঘনার সন্ধ্যার (৭টা) সংবাদে।
Recent Comments