নতুন সুলিজ এলাকার মৎস্যজীবী কামাল উদ্দিন মাঝি (৩৫)। সংসারের অভাব-অনাটনের কারনে পড়া-শুনা না করে ছোট থেকেই এই পেশায় নিয়োজিত হয়েছি। এক বছর বেশ ভালোই আয় হয় তো আবার আরেক বছর গুনতে হয় লোকসান। এভাবেই কেটেছে প্রায় ২০টি বছর। গভীর সমুদ্রে ৬৫ দিনের অভিযান দেওয়ার কারণে আমরা এখন নদীগুলোতে মাছ ধরি। এবছর তুলনামূলক অন্যান্য মাছসহ ইলিশ মাছও কম পাওয়া যায়।
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মারুফ হোসেন মিনার বলেন, ২০ মে থেকে গভীর সমুদ্রে অভিযান শুরু হয়েছে যা চলবে ২৩ জুলাই পর্যন্ত। সমুদ্রে ৬৫ দিরে অভিযানে মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে পারবে। এবছর বৃষ্টিপাত কম হওয়ায় নদীর পানিতে লবনাক্ততার পরিমান বেড়েছে যার জন্য ইলিশ মাছ নদীতে পরিভ্রমন করতে পারছে না। তবে এখন যেহেতু বৃষ্টি পরা শুরু হয়েছে তাই আশা করা যায় সামনের দিকে পর্যাপ্ত পরিমানে ইলিশসহ অন্যান্য মাছ ধরা পরবে।
মৎস্যজীবীদের জীবন চিত্র নিয়ে রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘জেলে জীবন ও প্রাকৃতিক দূর্যোগ’। অনুষ্ঠানটি শুনুন সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বিকেল ৫:০০ টায়।