মা-ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাত ১২টায়। এর আগে গত ৪ অক্টোবর থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। গাছির খাল ও মাইনউদ্দিন ঘাট সংলগ্ন মেঘনার উপকূলীয় এলাকা ঘুরে দেখা গেছে জেলেদের ইলিশ ধরার ব্যস্ততা। এ এলাকার বেশিরভাগই লোকজন ইলিশসহ অন্যান্য মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে।
জেলে কবির মাঝি জানান, এবারের ২২ দিনের অবোরোধ সুষ্ঠু ও সুন্দরভাবে মেনে চলা হয়েছে। শনিবার মধ্যে রাত হতে মাছ ধরা শুরু হলেও আগামীকাল থেকে নদীতে মাছ ধরতে যাবে। অবরোধ চলাকালীন সরকার থেকে দেওয়া ভিজিএফ চাউল পায়নি কার্ড থাকা স্বত্ত্বেও।
এদিকে ফারুখ মাঝি জানান, পরিবারের অভাবের কারনে অবরোধ চলাকালীন সময়ে নদীতে মাছ ধরতে গিয়ে ১৫ দিন জেলে ছিলেন। জেল থেকে ফিরে এসে আর মাছ ধরতে যায়নি নদীতে। গতকাল শনিবার মধ্যেরাত থেকে মাছ ধরা শুরু হয়েছে। নদীতে মাছ ধরতে যাওয়ার সকল প্রস্তুতি শেষ করেছেন।
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান , মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এবার ৫ শতাংশ মানুষ আইন অমান্য করেছেন। যারা আইন অমান্য করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ২২ দিনের অবরোধ শেষে জেলেরা মাছ ধরবে এবং তাদের কাক্সিক্ষত মাছ পাবে বলে আশা করছেন।