চরফ্যাসন কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালান করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টায় চরফ্যাসন কোস্ট ফাউন্ডেশন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে চরফ্যাসন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রিয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
কোস্ট ফাউন্ডেশনের উর্ধ্বতন সমন্বয়কারী মোঃ ইউনুছ ও এরিয়া ম্যানেজার মোঃ ইসমাইল এর সঞ্চালনায় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তপক অর্পণ ও ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান, কোস্ট ফাউন্ডেশনসহ রেডিও মেঘনা’র কর্মীরা। পরে কোস্ট ফাউন্ডেশন কার্যালয়ে এসে মুকুল মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনায় কোস্ট ফাউন্ডেশনের উর্ধ্বতন সমন্বয়কারী মোঃ ইউনুস বলেন, ২১ শে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতির জীবনের গৌরব উজ্জ্বল দিন এটি। বাঙালি জাতির জন্য শহীদ দিবস চরম শোক ও বেদনার। ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। এ বাংলা ভাষার দাবিতে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছেন।
এই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সবচেয়ে বড় আন্দোলনটি ঘটেছে ১৯৫২ সালে। সে বছরের একুশে ফেব্রুয়ারি (৮ই ফাল্গুন) পূর্ব বাংলায়, অর্থাৎ মাত্র বছর চারেক আগে পাকিস্তান নামে যে রাষ্ট্রের জন্ম হয়েছে, তার পূর্বাংশ পূর্ব পাকিস্তানে, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে প্রতিবাদের বিস্ফোরণ হয়েছে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত ঢেলে বাংলা ভাষার মর্যাদা রক্ষার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় চিরঅম্লান হয়ে আছেন তারা। বাঙালি আজ শ্রদ্ধাভরে স্মারণ করছে তাদের।