“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপিত হয়েছে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ (১৫ জানুয়ারী) বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ হল রুমে উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর ভোলা এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা সারমিন মিথি।
এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন থানা অফিসার ইন-চার্জ মোঃ মিজানুর রহমান হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন, যুব রেডক্রিসেন্ট এর সে¦চ্ছাসেবক ও রিসডি’র সে¦চ্ছাসেবক বৃন্দ।
বক্তব্যে নির্বাহী কর্মকর্তা রাসনা সারমিন মিথি বলেন, নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। এছাড়াও তিনি বলেন, উপজেলা প্রশাসন এর উদ্যোগে মাস ব্যাপি বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যা মাস ব্যাপি চলবে।

প্রতিবেদনে মৌসুমী মনীষা ও উম্মে নিশি
রেডিও মেঘনা-চরফ্যাশন।
Recent Comments